হার্ট অ্যাটাক হয় যেসব কারণে
হার্ট অ্যাটাক একটি জটিল অবস্থা। হার্ট অ্যাটাক হওয়ার বিভিন্ন কারণ রয়েছে।
হার্ট অ্যাটাকের কারণের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৭১তম পর্বে কথা বলেছেন ডা. নূর আলম। বর্তমানে তিনি কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : একজন মানুষ হার্ট অ্যাটাকে আক্রান্ত হন কেন?
উত্তর : হার্ট অ্যাটাকে সাধারণত বেশ কিছু ঝুঁকির বিষয় রয়েছে। যারা এই ঝুঁকিগুলো বহন করে তাদের সমস্যা হয়। হার্ট সমস্ত শরীরের রক্ত সরবরাহ করে। যেহেতু হার্ট একটা পাম্পের মতো, প্রতিনিয়ত সংকোচন, প্রসারণ হচ্ছে, তারও নিজস্ব রক্ত সরবরাহ দরকার হয়। হার্টের রক্তগুলো সরবরাহ হয়, করনারি ধমনি বা করনারি আর্টারির মাধ্যমে। সেই করনারি আর্টারিতে যখন ব্লক হয়ে যায়, কোনো রক্ত বা চর্বি জমে বা কোনো কারণে ব্লক হয়ে রক্ত চলাচল করতে পারে না, হার্টের মধ্যে যখন রক্ত যায় না, তখনই দেখা যায় যে হার্টের টিস্যুগুলো, কোষগুলো মারা যায়, তখনই হার্ট অ্যাটাক হয়। যাদের ঝুঁকি রয়েছে এবং যাদের করনারি আর্টারি ব্লক হয়ে যায়, সেই রোগীদেরই সাধারণত হার্ট অ্যাটাক হয়।
প্রশ্ন : ঝুঁকিগুলো কী?
উত্তর : ঝুঁকিগুলোর মধ্যে ডায়াবেটিস একটি ঝুঁকি। এ ছাড়া রয়েছে ধূমপান, রক্তে অতিরিক্ত মাত্রায় কোলেস্টেরল, স্থূলতা, উচ্চ রক্তচাপ, পারিবারিক ইতিহাস ইত্যাদি। পরিবারে যদি হার্ট অ্যাটাকের ইতিহাস থাকে তাদেরও বেশি ঝুঁকি দেখা যায়।