হার্ট অ্যাটাকের আধুনিক চিকিৎসা কী?

হার্ট অ্যাটাক হলে দ্রুত হাসপাতালে নেওয়া প্রয়োজন। যতদ্রুত চিকিৎসা দেওয়া যায়, ঝুঁকির হার ততটা কমে।
হার্ট অ্যাটাকের আধুনিক চিকিৎসার বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৭১তম পর্বে কথা বলেছেন ডা. নূর আলম। বর্তমানে তিনি কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : হার্ট অ্যাটাকের আধুনিক চিকিৎসা কী?
উত্তর : আধুনিক চিকিৎসা বেশ কিছুদিন ধরে প্রচলিত। হয়তো সবাই এটি জানেন না। ২৪ ঘণ্টার মধ্যে যদি রোগীকে আমাদের কাছে নিয়ে আসে তাহলে ভালো, তবে সবচেয়ে ভালো হয় ১২ ঘণ্টার মধ্যে নিয়ে আসলে। একটি রোগী আসল হার্ট অ্যাটাক নিয়ে, তারতো রক্তনালি ব্লক হয়ে গেছে, ক্যাথল্যাবে যদি নিয়ে গিয়ে দ্রুত করনারি আর্টারির একটি এনজিওগ্রাম করে দেখে ফেলি, ব্লকটা যদি বের করি, সেই সময়ই যদি রিংটা পরিয়ে দেই তাহলে ভালো। ওই সময় যদি আমরা রিং বা স্ট্যান পরিয়ে দিয়ে রক্ত চলাচল স্বাভাবিক করে ফেলি, তাহলে রোগী নিরাপদ হয়ে গেল। তার কার্ডিয়াক পেশি খুব বেশি ক্ষতিগ্রস্ত হলো না, তার জীবন ফিরে পেল। এটি করতে গিয়ে আমরা বলছি যে আধুনিক চিকিৎসা। দ্রুত সময়ের মধ্যে আসলে এনজিওগ্রাম করে, ব্লক শনাক্ত করে, স্ট্যান বা রিং বসিয়ে দিয়ে রক্ত চলাচল স্বাভাবিক করে দিতে পারি।
সাধারণত আমাদের দেশে দেখা যায় হার্ট অ্যাটাক অফিসে বা বাজারে গিয়েছে হঠাৎ করে বুকে ব্যথা হয়, তখন কিন্তু আত্মীয়স্বজনরা আশপাশে থাকে না। তখন হয়তো অফিস থেকে সহকর্মীরা নিয়ে আসে। তারা যখন হাসপাতালে নিয়ে আসে, আমরা যখন বলি আপনাদের এই আধুনিক চিকিৎসা দেওয়া সম্ভব, তখন কিন্তু সিদ্ধান্ত নেওয়ার লোক থাকে না। এটা আমাদের বাস্তবতা।