পিআরপি চিকিৎসার খরচ কেমন?
চুল পড়ার সমস্যা সমাধানে পিআরপি একটি আধুনিক চিকিৎসা। এই চিকিৎসা পদ্ধতির বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৭৬তম পর্বে কথা বলেছেন ডা. রাশেদ মোহাম্মদ খান।
বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে চর্ম ও যৌন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : পিআরপি কতবার দিতে হয় বা এর খরচ কেমন?
উত্তর : পিআরপির কিট খুব দামি দামি রয়েছে। আসলে খরচটা নির্ভর করে কী কিট বা উপাদান ব্যবহার করছি, এর ওপর। কোনো কোনো ক্ষেত্রে কিছুটা কম দামি জিনিস ব্যবহার করে, পাঁচ হাজার টাকার মধ্যে প্রত্যেক সেশন করা যায়। আমরা সাধারণত এক মাস পর পর সেশন দিই, পাঁচ থেকে আটটি। রোগী যখন বলবে আমি সন্তুষ্ট, তখন আমরা এটি বন্ধ করতে পারি। এর পর মাঝেমধ্যে বছরে এক-দুবার পিআরপি দিলে দেখা যাবে চুল ধরে রাখা সম্ভব।