উচ্চ রক্তচাপ কী?

উচ্চ রক্তচাপ বেশ প্রচলিত সমস্যা। তবে উচ্চ রক্তচাপ বিষয়টি কী, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৭৮তম পর্বে কথা বলেছেন ডা. মো. জাহাঙ্গীর তালুকদার। বর্তমানে তিনি ইউনাইটেড হসপিটালে মেডিসিন বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : উচ্চ রক্তচাপ কী?
উত্তর : সাধারণত মানুষের রক্তের চাপ যদি বেড়ে যায়, রক্তচাপ পর্যবেক্ষণের যন্ত্রের মাধ্যমে চেক করে দেখলে ওপরের সীমা যেটি, সেটি যদি ছাড়িয়ে যায় এবং নিচেরটাও যদি ছাড়িয়ে যায়, একাধিকবার যদি দেখা যায় আমাদের চাপটা নির্ধারিত চাপের তুলনায় বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা মনে করি, তার প্রেশার হয়তো বেড়ে গেছে। একে উচ্চ রক্তচাপ বলে। যদি রক্তচাপ ১২০/৮০-এর মধ্যে থাকে, তাহলে আমরা একে স্বাভাবিক রক্তচাপ বলব। ১৩০ পর্যন্ত আমরা স্বাভাবিক ধরতে পারি। তবে সম্প্রতি যেটি বলা হয়েছে, ১৩০-এর ওপর যদি চলে যায়, তাহলে কিন্তু উচ্চ রক্তচাপ হিসেবে একে ধরা হবে। আর নিচের রক্তচাপটা থাকতে হবে ৯০-এর নিচে। মিলিমিটার অব মার্কারি নামক একটি ইনডেক্স দিয়ে একে মাপা হয়।