তরুণদের উচ্চ রক্তচাপ কেন হয়?

বয়স বাড়তে থাকলে উচ্চ রক্তচাপ হওয়ার প্রবণতা থাকে। তবে বর্তমানে অল্প বয়সেও উচ্চ রক্তচাপ হতে দেখা যায়। এর কারণ কী?
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৭৮তম পর্বে কথা বলেছেন ডা. মো. জাহাঙ্গীর তালুকদার। বর্তমানে তিনি ইউনাইটেড হসপিটালে মেডিসিন বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : এখন কিন্তু তরুণদের মধ্যে উচ্চ রক্তচাপ দেখা দেয়। এর পেছনে কারণ কী?
উত্তর : আমরা রক্তচাপকে আসলে কয়েকভাবে ভাগ করতে পারি। দুটি গুরুত্বপূর্ণ ভাগ আমরা করি। একটি এসেনশিয়াল হাইপারটেনশন, যেটা বয়সের সঙ্গে হয়ে যায়। অথবা তার থেকে নিচের লোকদের যদি কখনো ব্লাডপ্রেশার হয়ে যায়, ৩০ অথবা তার থেকে নিচে লোকদের যদি কখনো হাই ব্লাডপ্রেশার হয়ে যায়, তাহলে আমাদের অন্য কিছু চিন্তা করতে হবে। হয়তো অন্য কোনো কারণ রয়েছে। এগুলোর মধ্যে অনেকের কিডনির কারণে বা প্রস্রাব তৈরি করার যে যন্ত্র, সেটাতে যদি কোনো সমস্যা তৈরি হয়, তাহলে হতে পারে। আবার হার্টের ভেতরে মহাধমনি যেটি, সেখানে যদি কোনো অস্বাভাবিকতা থাকে, সেটার জন্য হতে পারে।
আলাদা ধরনের কিছু টিউমার রয়েছে ফিউকোমা সাইটোমা। সেগুলো থেকে এক ধরনের হরমোন নির্গত হয়, এর কারণে হতে পারে। স্টেরয়েড খেলে হতে পারে। ওজন কমানোর জন্য যে ওষুধপত্র, সেগুলো অনেক সময় রক্তচাপের কারণ হয়ে যায়। থাইরয়েডের এক ধরনের হরমোন যদি আলাদাভাবে নেওয়া হয় অথবা থাইরয়েডের সমস্যা যদি হয়, হাইপার থাইরয়েডিজম হয়, তাহলেও প্রেশার হতে পারে। মস্তিষ্কের ভেতরে একটি বিশেষায়িত টিউমারের মতো রয়েছে, তখনো প্রেশার বেড়ে যেতে পারে। আর এ ছাড়া জীবনযাপনের ধরন ও খাদ্যাভ্যাস রয়েছে।