অ্যাজমা কাদের বেশি হয়?

অ্যাজমা সাধারণত পুরোপুরি নিরাময় হয় না। একে নিয়ন্ত্রণে রাখতে হয়। অ্যাজমা কাদের বেশি হয়?
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৭৯তম পর্বে কথা বলেছেন ডা. মোহাম্মদ তৌফিক হাসান। বর্তমানে তিনি টাঙ্গাইল বক্ষব্যাধি ক্লিনিকের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : সিওপিডি বা অ্যাজমার জন্য কারা ঝুঁকিপ্রবণ?
উত্তর : অনেকে বলে পরিবারের সঙ্গে, আত্মীয়স্বজনের সঙ্গে অথবা বংশপরম্পরায় রোগটা আসে। এটা আসলে হতে পারে। তবে অত বেশি নয়। দেখা যায়, বংশপরম্পরা ছাড়াও আমি কোন পরিবেশে বাস করছি, সেটিও গুরুত্বপূর্ণ। যেমন—আমাদের দেশে এখন শ্বাসকষ্টের রোগীর পরিমাণ বেড়ে যাচ্ছে। পরিবেশটা কী রকম? পরিবেশের ভেতর ধুলাবালি, দূষণটা কী রকম, সেটি দেখতে হবে। যদি পরিবেশগত দূষণ বেশি থাকে, দেখা যাচ্ছে, শ্বাসনালির ওইখানের স্বাভাবিক যে পরিস্থিতি, সেটা পরিবর্তিত হয়। পরিবর্তিত হয়ে তারা শ্বাসের কষ্টে আক্রান্ত হয়। এ ছাড়া দেখা যায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক দুর্বল। ভাইরাল ইনফেকশন বা কোনো ইনফেকশন সে অতটা প্রতিরোধ করতে পারে না। এ ধরনের জিনিসগুলো হতে পারে।
সিওপিডি পুরুষদের মধ্যে যারা খুব বেশি ধূমপান করে, তাদের পরে সিওপিডিতে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।
আর নারীদের মধ্যে আমাদের দেশে যারা লাকড়ির চুলা দিয়ে রান্না করে, তাদের দেখা যায় এই জিনিসগুলো হয়।
পরিবেশের বিষয়টিও খুব গুরুত্বপূর্ণ। আমি কোন পরিবেশে বাস করছি, আমার আশপাশের পরিবেশ কী রকম, এটা কি খুব পরিচ্ছন্ন নাকি ধুলাবালিময় বা অন্যান্য জিনিস সেটিও কিন্তু দেখতে হবে। ধুলাবালির কারণেও কিন্তু এমনটি হয়।