কোলরেক্টাল ক্যানসারের লক্ষণ কী?
দেহের কোলন ও রেক্টামের অংশ মিলিয়ে যে ক্যানসার হয়, তাকে কোলরেক্টাল ক্যানসার বলে।
কোলরেক্টাল ক্যানসারের লক্ষণের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৮২তম পর্বে কথা বলেছেন ডা. অসীম কুমার সেনগুপ্ত। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালে অনকোলজি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : কোলরেক্টাল ক্যানসারের লক্ষণ কী?
উত্তর : চিকিৎসাবিজ্ঞানের ভাষায় আমরা বলি ইরেগুলার বাউয়েল হেবিট। এর মানে তার পায়খানার যে সময়টা, সেটি বিভিন্নভাবে প্রকাশ করে। হয়তো পায়খানা খুব কষা হচ্ছে। পায়খানা যে সাধারণত হয়, সেটি হঠাৎ করে পরিবর্তন হয়ে যায়। অথবা অনেক দিন ধরেও তার ইতিহাস থাকতে পারে। কখনো ডায়রিয়া, আবার কখনো কোষ্ঠকাঠিন্য। সাধারণ যে মল, সেটি সে রকম থাকছে না। কখনো খুব শক্ত, কখনো পাতলা পায়খানা হচ্ছে। আবার দুটোই থাকতে পারে।
আরেকটি প্রচলিত উপসর্গ হলো, পায়খানার রাস্তা দিয়ে রক্ত যাওয়া। অনেকের একদম তাজা রক্ত যায়। একেও একটি সতর্কসংকেত বলি আমরা। আর হলো তার রুচি কমে যাওয়া, তার ওজন কমে যাওয়া। এগুলো কোলরেক্টাল ক্যানসারের প্রচলিত উপসর্গ।