কোলরেক্টাল ক্যানসার যেভাবে নির্ণয় হয়
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/01/28/photo-1517133817.jpg)
কখনো কোষ্ঠকাঠিন্য হওয়া, আবার কখনো পাতলা পায়খানা হওয়া ইত্যাদি কোলরেক্টাল ক্যানসারের লক্ষণ। কিছু বিশেষ পরীক্ষার মাধ্যমে চিকিৎসকরা কোলরেক্টাল ক্যানসার নির্ণয় করেন।
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৮২তম পর্বে কথা বলেছেন ডা. অসীম কুমার সেনগুপ্ত। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালে অনকোলজি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : এ রকম কি হয়, আপনাদের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা বুঝতে পারছেন যে ক্যানসার?
উত্তর : আমাদের যে কোষ বিভাজন, এগুলো ক্যানসারের ক্ষেত্রে অনেক গুণে বাড়ে। এ জন্য এগুলোর ইতিহাস সব সময় ছোট হয়। এক মাস/দুই মাস/তিন মাসের ইতিহাস নিয়ে আসে। বেশিরভাগ ছয় মাস—এ রকম ইতিহাস নিয়ে আসে।
প্রথমে আমরা কোলনোস্কোপি করতে বলি। পায়খানার রাস্তায় আমরা ভিডিও দিয়ে দেখব। সেখানে কোনো সন্দেহজনক বিষয় হতে পারে কি না, সেটি দেখব। আলসার হতে পারে, চাকার মতো হতে পারে। সেখান থেকে প্রথমে আমাদের বায়োপসি নিতে হবে। সেই বায়োপসির ওপর নির্ভর করে আমরা বলতে পারব, এটি ক্যানসারের রূপান্তর হয়েছে কি হয়নি। সাধারণত এ বিষয়গুলোর মাধ্যমে পরীক্ষা করে রোগ সঠিকভাবে নির্ণয় করা হয়।
এরপর আমরা চিকিৎসায় যাব। তবে যদি কোনো উপসর্গ থাকে, তাহলে খুব তাড়াতাড়ি কোনো ডাক্তার বা নিকটস্থ চিকিৎসকের কাছে যাওয়া উচিত। তাহলে তাড়াতাড়ি বুঝতে পারব, কী রোগের জন্য হচ্ছে, আদৌ তার ক্যানসার আছে কি না। তখন এগুলো বের করা যায়।