একটোপিক প্রেগন্যান্সিতে কী করবেন?
একটোপিক প্রেগন্যান্সি একটি জটিল ধরনের গর্ভধারণ। একটোপিক প্রেগন্যান্সি হলো গর্ভধারণের সঠিক অংশে গর্ভধারণ না করে অন্য অংশে গর্ভধারণ করা।
একটোপিক প্রেগন্যান্সির চিকিৎসার বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৮৬তম পর্বে কথা বলেছেন ডা. আমেনা বেগম।
বর্তমানে তিনি কে জি হসপিটালে গাইনি ও অবস বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : একটোপিক প্রেগন্যান্সিতে করণীয় কী?
উত্তর : চিকিৎসা নির্ভর করে রোগী আমাদের কাছে কী অবস্থা নিয়ে এলো, তার ওপর। টিউবটা যদি না ফেটে যায়, তাহলে রোগীর তলপেটে ব্যথা হয়। সে ক্ষেত্রে চিকিৎসা একটু অন্য রকম হয়। হয়তো মিথোটোক্সিন ইনজেকশন দেওয়া যেতে পারে। অথবা যদি আকার বড় হয়ে যায়, ফেটাল হার্ট চলে আসে, তখন আর ইনজেকশন দেওয়া যায় না। সে ক্ষেত্রে আমাদের তখন সার্জারিতে যেতে হবে। সার্জারি করার ক্ষেত্রে আমরা পেট কেটেও করতে পারি। অথবা পেট ফুটো করে সবচেয়ে যেটি বেশি করা হয়, সেটি ল্যাপারস্কোপি। ল্যাপারস্কোপি করে আমরা পেটের ভেতর কেটে দেখি যে ঠিক রয়েছে। শুধু তখন একটু ছোট করে কেটে আমরা ভেতরের পণ্যটাকে বের করে নিয়ে আসি।
প্রশ্ন : একটোপিক প্রেগন্যান্সিতে এই সার্জারি করার পর পর কোনো সমস্যা হয় কি না?
উত্তর : অস্ত্রোপচার হয়ে গেলে রোগী তো আগে শকে আসে, তখন সেই অবস্থার ব্যবস্থাপনা করে, সার্জারি করে ফেলতে হবে। একটোপিক হওয়ার পর স্বাভাবিক গর্ভাবস্থা হওয়ার সম্ভাবনা বেশি। তবে সেইসঙ্গে আমার একটোপিক হওয়ার আশঙ্কা বেশি। যদি তার মনে হয় গর্ভাবস্থা হচ্ছে, তাহলে প্রেগন্যান্সি টেস্ট করে, টিভিএস করে নেবে পাশটাকে দেখার জন্য।