জরায়ুমুখের ক্যানসার কেন হয়?
বিভিন্ন ঝুঁকিপূর্ণ বিষয় জরায়ুমুখের ক্যানসারের জন্য দায়ী। এসব ঝুঁকিপূর্ণ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৮৭তম পর্বে কথা বলেছেন ডা. রওশন আরা। বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডেপুটেশনে রয়েছেন।
প্রশ্ন : জরায়ুমুখের ক্যানসারের ঝুঁকিগুলো কী?
উত্তর : জরায়ুমুখের ক্যানসার সাধারণত হয়ে থাকে, এক ধরনের অনকোজেনিক ভাইরাস বা ক্যানসার উৎপাদনকারী ভাইরাস দিয়ে। সাধারণত ভাইরাসটা হিউম্যান পেপিলোমা ভাইরাস দিয়ে হয়। সেক্সুয়াল কনট্রাক্টের মাধ্যমে এটি ছড়ায়। দেখা গেছে, কনডম ব্যবহার করলেও এই ক্যানসার থেকে প্রতিরোধ পাওয়া যায় না।
তবে এইচপিভি ইনফেকশন যেটি, যেটা দিয়ে ক্যানসারটা হয়, সেই ক্ষেত্রে ইনফেকশন হলেই যে ক্যানসার হয়ে যাবে সেটিও নয়।
যাদের খুব অল্প বয়সে সেক্সুয়াল এক্সপোজার হয়ে যাচ্ছে, অল্প বয়সে বিয়ে হয়ে যাচ্ছে, অনেক বেশি সংখ্যক সন্তান প্রসব করছে,যাদের পারিবারিক ইতিহাস রয়েছে অথবা যাদের রিপিটেড পেলভিক ইনফেকশন রয়েছে বা যারা এসটিডি দলে রয়েছে, সেক্সুয়ালি ট্রান্সমিটেট রোগ যাদের বার বার হচ্ছে, পেলভিক ইনফেকশন বা এসটিডি দলে যারা রয়েছে, সেক্সুয়াল ট্রান্সমিটেড রোগ যাদের বার বার হচ্ছে, তাদের ক্ষেত্রে জরায়ুমুখের ক্যানসার হতে পারে।