জরায়ুমুখের ক্যানসারের লক্ষণ কী?
জরায়ুমখের ক্যানসার প্রাথমিক অবস্থায় ধরা পড়লে অনেকটাই নিরাময় করা সম্ভব। তবে তার আগে প্রয়োজন লক্ষণগুলো সম্পর্কে ভালোভাবে জানা।
জরায়ুমুখের ক্যানসারের লক্ষণের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৮৭তম পর্বে কথা বলেছেন ডা. রওশন আরা। বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ডেপুটেশনে রয়েছেন।
প্রশ্ন : জরায়ুমুখের ক্যানসারের লক্ষণগুলো কী?
উত্তর : আসলে এ ক্ষেত্রে বিভিন্নভাবে উপস্থাপন হতে পারে। সাধারণত অস্বাভাবিক সাদাস্রাব, সঙ্গে দুর্গন্ধ, সহবাসের পর রক্ত যাওয়া – এ রকম সমস্যা নিয়ে রোগী আসতে পারে। অথবা কোনো নারী এভাবেও আসতে পারে যে তার জরায়ুতে একটি গ্রোথ হচ্ছে, সে যখন টয়লেটে যাচ্ছে, তখন তার রক্তপাত হচ্ছে। এ রকম বিভিন্নভাবে একজন নারী জরায়ুমুখের ক্যানসারের লক্ষণ নিয়ে আসতে পারে।
প্রশ্ন : এ ধরনের ক্যানসার নিয়ে এলে কী কী লক্ষণের মাধ্যমে নিশ্চিত হন যে জরায়ুমুখের ক্যানসার নিয়ে এসেছে?
উত্তর : আসলে যেকোনো রোগ নির্ণয়ের ক্ষেত্রে রোগীর ইতিহাস জেনে তারপর আমরা পরীক্ষায় যাই। জরায়ুমুখের ক্যানসার এমন একটি রোগ যেটি ইতিহাস নিয়ে বোঝা যায়। তবে যেকোনো রোগ নিশ্চিত হওয়ার জন্য হিসটোপ্যাথোলজিক্যাল ডায়াগনোসিস লাগে। আর রোগীর অবস্থা কোন পর্যায়ে রয়েছে, সেটি নির্ণয় করে আমরা নিশ্চিত হয়ে নিই। সব পর্যায়ে আসলে অস্ত্রোপচার সম্ভব নয়। ব্লাডারে আর মলদ্বারে যখন ছড়িয়ে যায়, তখন বিষয়টা অনেক বেড়ে গেছে। অনেক বেশি ছড়িয়ে গেলে বিষয়টিকে আর সার্জারির আওতায় রাখতে পারি না। তখন আমাদের রেডিও থেরাপি বা কেমোথেরাপি দিয়ে নিয়ন্ত্রণ করতে পারি। তবে আমরা মোটেই চাই না, এত বেশি পর্যায়ে কোনো মা আমাদের কাছে আসুক।