স্ত্রী রোগ বিদ্যায় ল্যাপারোস্কোপির ভূমিকা কী?
স্ত্রীরোগ বিদ্যা বা গাইনোকোলজিতে ল্যাপারোস্কোপি একটি বড় ভূমিকা পালন করে। সাধারণত এটি রোগ নির্ণয় ও চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয়।
স্ত্রী রোগ বিদ্যায় ল্যাপারোস্কোপির ভূমিকার বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৮৪তম পর্বে কথা বলেছেন অধ্যাপক ডা. তৌহিদা আহসান। বর্তমানে তিনি প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : গাইনোকোলজি বা স্ত্রী রোগ বিদ্যায় ল্যাপরেস্কোপির কি ভূমিকা রয়েছে?
উত্তর : ল্যাপারোস্কোপি গাইনোকোলজিস্টরাই শুরু করেছিলেন। এরপর এটা সার্জনদের কাছে যায়। এখন আবার গাইনোকোলোজিস্টরা এটা খুবই ব্যবহার করছেন। যেহেতু এর আবিষ্কারই হয়েছে রোগীর ভালোর জন্য, পেট কেটে সার্জারির যে জটিলতাগুলো, সেগুলো যাতে কমানো যায়, সেই সমস্ত চিন্তা করে, গবেষণা করে এই পদ্ধতিটা বের হয়েছে। দিন দিন এর উন্নতি হচ্ছে। আমি বলব যে গাইনোকোলজিতে এর অসীম একটি ব্যবহার রয়েছে। এটি দিয়ে রোগ নির্ণয় ও চিকিৎসা করা হচ্ছে।
প্রশ্ন : সাধারণত কোন কোন ক্ষেত্রে আপনারা ল্যাপারেস্কোপি ব্যবহার প্রয়োজন বলে মনে করেন?
উত্তর : একটি ডায়াগনোস্টিক ল্যাপারোস্কোপি রয়েছে, রোগ নির্ণয়ের জন্য, আর আরেকটি হলো অপারেটিভ ল্যাপারোস্কোপি। দুই ক্ষেত্রে ল্যাপারোস্কোপি ব্যবহার করা হয়। রোগ নির্ণয়ের ক্ষেত্রে এবং চিকিৎসার ক্ষেত্রে।