জন্মগত হাতে আঘাতের চিকিৎসায় কি ব্যায়াম জরুরি?
জন্মগত হাতে আঘাতের চিকিৎসা সার্জারি করা প্রয়োজন। আর এর পর জরুরি ব্যায়াম করা। এতে হাত অনেকটাই সচল হতে পারে।
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৯১তম পর্বে কথা বলেছেন ডা. মহিউদ্দীন। বর্তমানে তিনি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে হ্যান্ড অ্যান্ড মাইক্রো সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।
প্রশ্ন : জন্মগত হাতে আঘাতের চিকিৎসায় কি ব্যায়াম জরুরি?এই ক্ষেত্রে কী ধরনের ব্যায়াম করতে হয়? এবং কতদিন পর্যন্ত করতে হয়?
উত্তর : আমরা শুধু খেয়াল করব কোন স্নায়ুটা আঘাত পেয়েছে? এবং সেই স্নায়ুর কাজটা কী। সি ফাইফ আঘাত হলে তার প্রথম কাজ হলো কাঁধকে ওপরে ওঠানো। সে তো কাঁধকে ওপরে ওঠাতে পারবে না। কাঁধ পড়ে যাবে। সোল্ডার কনডাকশন বাড়তে পারে। এটির আঘাত হলে আমরা কাঁধের ব্যায়ামের কথা বলি। ভাজগুলো যেন ঠিকভাবে করতে পারে , এজন্য ব্যায়াম করতে হবে। ব্যায়ামের একটি ভালো ভূমিকা রয়েছে।