অনিয়মিত হৃদস্পন্দন প্রতিরোধে করণীয়
অনিয়মিত হৃদস্পন্দন থেকে হার্ট ফেইলিউর, হার্টে রক্ত জমাট বাঁধা, ফুসফুসে পানি জমা ইত্যাদি সমস্যা হতে পারে। তাই চিকিৎসা প্রয়োজন। তবে অনিয়মিত হৃদস্পন্দন যেন না হয়, সে জন্য প্রয়োজন প্রতিরোধ।
অনিয়মিত হৃদস্পন্দন প্রতিরোধের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৯৩তম পর্বে কথা বলেছেন ডা. নূর আলম। বর্তমানে তিনি কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : তাহলে যদি আমরা এটি না চাই, অনিয়মিত হৃদস্পন্দন আগেভাগেই প্রতিরোধ করতে চাই, সতর্কতা কী নেওয়া উচিত?
উত্তর : প্রথমে আমাকে বুঝতে হবে যে আমার যদি উপসর্গগুলো হয়, এগুলো কোনোভাবেই উপেক্ষা করা যাবে না। প্রথমে চিকিৎসকের কাছে যেতে হবে।
এরপর যে ঝুঁকিগুলো রয়েছে, যেসব ঝুঁকি আলোচনা করা হলো, এগুলো থেকে মুক্ত থাকার চেষ্টা করতে হবে। ঝুঁকির কারণগুলো এড়িয়ে যেতে হবে। মানসিক চাপযুক্ত জীবন থেকে চাপহীন জীবনে থাকার চেষ্টা করতে হবে, ঝুঁকিগুলো এড়িয়ে যেতে হবে। মানসিক চাপযুক্ত জীবন থেকে শিথিল জীবনযাপনের ব্যবস্থা করতে হবে। আর একটি বিষয় হলো, এসব বিষয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।