অনিয়মিত হৃদস্পন্দনে হার্ট ফেইলিউরের ঝুঁকি
বুক ধড়ফড়, শ্বাসকষ্ট ইত্যাদি অনিয়মিত হৃদস্পন্দনের লক্ষণ। অনিয়মিত হৃদস্পন্দনের চিকিৎসা না নিলে শরীরে নানা জটিলতা হতে পারে।
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৯৩তম পর্বে কথা বলেছেন ডা. নূর আলম। বর্তমানে তিনি কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : কেউ একে উপেক্ষা করলে এটি কতটা ক্ষতির কারণ হতে পারে?
উত্তর : অনিয়মিত হৃদস্পন্দন বেশি থাকলে সেগুলো থেকে হার্ট ফেইলিউর পর্যন্ত হয়ে যেতে পারে। ফুসফুসে পানি জমে যেতে পারে। অথবা যদি হার্ট বিট অনেক কমে যায়, সে ক্ষেত্রে কার্ডিয়াক অ্যারেস্ট বা হার্ট বন্ধও হয়ে যেতে পারে। হার্টের মধ্যে রক্ত জমাট বেঁধে সেই রক্ত হার্ট থেকে মস্তিষ্কে চলে গিয়ে স্ট্রোকও হতে পারে। নানাবিধ জটিলতায় রোগী ভুগতে পারে এই অনিয়মিত হৃদস্পন্দনের কারণে। এই অনিয়মিত হৃদস্পন্দন শেষ পর্যন্ত মৃত্যুঝুঁকি তৈরি করে। আমাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই একে অবহেলা করা ঠিক নয়।