দাম্পত্য সংঘাত বলতে কী বোঝানো হয়?
দাম্পত্য কলহ বা সংঘাত হলো পরিবার ও সমাজের কিছু দ্বন্দ্বময় অবস্থা। কাকে আসলে দাম্পত্য সংঘাত বলা হয়?
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৯৫তম পর্বে কথা বলেছেন ডা. সাইফুন নাহার। বর্তমানে তিনি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাইকিয়াট্রি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : দাম্পত্য সংঘাত বলতে কী বোঝানো হয়?
উত্তর : আসলে কী হয়, দুজন মানুষ, যাদের জেনেটিক মেকআপ ভিন্ন, যারা বায়োলোজিক্যালি ভিন্ন, ভিন্ন দুটো পরিবারে বেড়ে ওঠা- তারা একসঙ্গে হয়ে বিয়ে নামক একটি প্রতিষ্ঠানে আবদ্ধ হয়। তাদের একে অপরের প্রতি কিছু চাওয়া থাকে, একে অপরের কাছ থেকে কিছু প্রত্যাশা থাকে, কিছু চাহিদা থাকে, যখন তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। দুজনের একটি আশা থাকে, একটি প্রেমময় সম্পর্কের মধ্য দিয়ে, পারস্পরিক শ্রদ্ধাবোধের মধ্য দিয়ে কিছু মানবিক, মানসিক, শারীরিক, পারিবারিক ও কিছু সামাজিক চাহিদা তারা পূরণ করবে। একসঙ্গে চলতে গিয়ে যখন দেখা যায় এই চাহিদাগুলো পূরণ হচ্ছে না বা পূরণ হওয়ার পথে কোথাও বাধাগ্রস্ত হচ্ছে, তখনই তাদের মধ্যে এক ধরনের দ্বন্দ্ব বা সংঘাত তৈরি হয়।