দীর্ঘমেয়াদি কিডনি রোগ কী?
বর্তমানে কিডনির রোগ বাড়ছে। সেইসঙ্গে বাড়ছে ক্রনিক কিডনি ডিজিস বা দীর্ঘমেয়াদি কিডনির রোগ। ক্রনিক কিডনি ডিজিস কী, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৯৬তম পর্বে কথা বলেছেন ডা. মো. কামরুল ইসলাম।
বর্তমানে তিনি সিকেডি অ্যান্ড ইউরোলজি হাসপাতালের পরিচালক হিসেবে কর্মরত।
প্রশ্ন : ক্রনিক কিডনি ডিজিস কী?
উত্তর : আমাদের দেহে খুবই প্রয়োজনীয় কিছু অঙ্গ রয়েছে। ফুসফুস, হৃৎপিণ্ড, কিডনি, লিভার ইত্যাদি। এই অঙ্গগুলো একসময় কর্মক্ষমতা হারাতে থাকে। ধীরে ধীরে লোপ পায়। একে আমরা ক্রনিক ডিজিস বলি। লোপ পেতে পেতে অনেক সময় এমন জায়গায় পৌঁছায় যে আর কাজ করতে পারে না। কিডনি যখন এই জায়গায় পৌঁছায়, আমরা তখন স্টেজিং করি। স্টেজ-ওয়ান খুব প্রাথমিক পর্যায়ে। পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ে। তখন হয়তো লক্ষণ নাও থাকতে পারে। স্টেজ-টুতে লক্ষণ আস্তে আস্তে প্রকাশ করতে পারে। স্টেজ-ফাইভে গেলে একেবারেই কর্মক্ষমতা থাকে না। সে ক্ষেত্রে অন্যের দেহ থেকে অঙ্গ নিয়ে প্রতিস্থাপন করা হয়।