জীবনযাপনের ধরন কি কিডনিকে প্রভাবিত করে?

কিডনি রোগ বাড়ছে। কিছু বিষয় রয়েছে, যেগুলো কিডনি রোগের জন্য ঝুঁকিপ্রবণ, যেমন—জীবনযাপনের ধরন, পর্যাপ্ত পানি পান করা ইত্যাদি।
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯৯৬তম পর্বে কথা বলেছেন ডা. মো. কামরুল ইসলাম। বর্তমানে তিনি সিকেডি অ্যান্ড ইউরোলজি হাসপাতালের পরিচালক হিসেবে কর্মরত।
প্রশ্ন : খাদ্যে ভেজাল, জীবনযাপনের ধরন, পর্যাপ্ত পানি পান না করা—এগুলো কিডনিকে কতটুকু প্রভাবিত করে?
উত্তর : ডায়াবেটিস রোগটি কিন্তু সমাজে অনেক বেড়ে গেছে। কারণ, আমাদের কায়িক পরিশ্রম কমে গেছে। গাড়িতে উঠছে, আরেক জায়গায় বসছে, নড়াচড়া নেই বললেই চলে। ৮০ ভাগ ছেলেমেয়ে স্থূল। একজন গ্রামের লোকের কিন্তু অত চর্বি নেই। কিন্তু শহরে অনেক ফ্যাটি লোক। কায়িক পরিশ্রমের অভাব, ভারী খাবার, বাইরের খাবার-দাবার খাওয়া হচ্ছে। এর পর খাদ্যে ভেজাল তো রয়েছে। আমাদের কিডনির কাজ কী? শরীরের অপ্রয়োজনীয় জিনিসগুলো বের করে দেওয়া। আমি যদি একটি বিষাক্ত খাবার খাই, সেটি বের হবে কোন দিক দিয়ে। একটি হলো কিডনি। আরেকটি লিভার। এ দুটো জিনিস দিয়ে বের হবে। বেশিরভাগ ক্ষেত্রে কিডনি দিয়ে বের হয়। বিষাক্ত পদার্থ যখন কিডনিতে যাচ্ছে, সেটি তো কিডনিকে ধ্বংস করতে করতেই যাচ্ছে। এতে কিডনির ক্ষতি হয়।