কান পরিষ্কার করবেন কীভাবে?
কানে অনেক সময় ময়লা বা খৈল জমে। এসব ময়লা সাধারণত পরিষ্কারের প্রয়োজন নেই। এগুলো এমনিতেই বেরিয়ে যায়। এরপরও অনেকে কানের ময়লা পরিষ্কারের জন্য কটনবাড, ক্লিপ, কলম ইত্যাদি ব্যবহার করেন। এসব জিনিস ব্যবহারে কানের ক্ষতি হয়।
কিন্তু এরপরও কান পরিষ্কার করার তাগিদ অনুভব করলে অলিভ অয়েল বা জলপাইয়ের তেল ব্যবহার করতে পারেন। এমনটাই মতামত বিশেষজ্ঞদের।
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩০০৫তম পর্বে কথা বলেছেন ডা. কামরুল হাসান তরফদার। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নাক, কান, গলা বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান হিসেবে কর্মরত।
প্রশ্ন : শিশুর কান পরিষ্কার করবেন কীভাবে?
উত্তর : ময়লা স্বাভাবিক থাকবে। খুব অসুবিধা হলে চিকিৎসক দেখাবে। চিকিৎসক যেদিন দেখবেন তারও খোঁচা দেওয়ার দরকার নেই। ওইটিতে করলে পরে সমস্যা হতে পারে।
সমস্যার সমাধান করা দরকার। অলিভ অয়েল দেওয়া যেতে পারে। এটি ত্বকবান্ধব। কান তো ত্বক। কানে তেল দিলে অসুবিধা নেই। যদি জটিলতা না হয়, অলিভ অয়েল দিয়ে পরিষ্কার করতে পারি। আর সমস্যা হলে সঠিক চিকিৎসক দেখিয়ে চিকিৎসা নিতে হবে।