আর্থোপ্লাস্টি কী?
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/02/20/photo-1519123095.jpg)
সাধারণত জয়েন্ট প্রতিস্থাপনের জন্য যে সার্জারি হয়, তাকে আর্থোপ্লাস্টি বলে। এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিনের ৩০০৪তম পর্বে কথা বলেছেন ডা. পারভেজ আহসান।
বর্তমানে ডা. পারভেজ আহসান ইবনে সিনা মেডিকেল কলেজে অর্থোপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : আর্থোপ্লাস্টি কী?
উত্তর : আর্থোপ্লাস্টি বলতে জয়েন্ট প্রতিস্থাপন সার্জারি বোঝায়। জয়েন্ট যখন নষ্ট হয়ে যায়, তখন এটি প্রতিস্থাপন করার প্রয়োজন পড়ে। ঠিক সেই সার্জারিকেই আমরা আর্থোপ্লাস্টি সার্জারি বলি। এখন অনেক জয়েন্টের আর্থোপ্লাস্টি হয়। তবে আমি যেই বিষয়ে কথা বলব সেটি হলো হিপ ( পৃষ্ঠদেশ) ও নি ( হাঁটু) জয়েন্টের আর্থোপ্লাস্টি।
প্রশ্ন : পৃষ্ঠদেশ ও হাঁটু জয়েন্টের আর্থোপ্লাস্টি কেন দরকার হয়?
উত্তর : পৃষ্ঠদেশের জয়েন্টের প্রতিস্থাপনের প্রধান যে কারণ সেটি হলো এভিএম। এটি হলো প্রধান কারণ। তৃতীয়ত পৃষ্ঠদেশের জয়েন্টে বিভিন্ন রোগ হয়ে যায়। পৃষ্ঠদেশের জয়েন্ট ফ্রাকচার হলে এভিএম হয়ে এটি নষ্ট হয়ে যায়। আবার অস্টিও আরথ্রাইটিস হয়। বিভিন্ন আরথ্রাইটিসের জন্য পৃষ্ঠদেশের জয়েন্টকে প্রতিস্থাপন করার প্রয়োজন পড়ে।
হাঁটুর জয়েন্টে মূলত অস্টিওআরথ্রাইটিস হয়। বিশেষ করে বয়সকালে পশ্চাশোর্ধ্ব নারী পুরুষ উভয়েরই যখন হাঁটুর জয়েন্টটা ক্ষয় হয়ে যায়, অস্টিওআরথ্রাইটিস যখন হয়, তখন হাঁটুর প্রতিস্থাপন হয়। এ ছাড়া রিউমাটয়েড আরথ্রাইটিস, আঘাতজনিত কারণেও অনেক সময় দেরি করে হাঁটুর জয়েন্টে সার্জারির দরকার হয়।