ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন কী?

ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন একটি প্রচলিত সমস্যা। পর্যাপ্ত পানি পান না করা, জীবাণুর সংক্রমণ ইত্যাদি কারণে এ সমস্যা হতে পারে।
ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন মূলত কী, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩০০৭তম পর্বে কথা বলেছেন ডা. কমল কলি হোসেন। বর্তমানে তিনি ক্যালিফোর্নিয়ার ইনল্যান্ড এম্পায়ারে প্রাইভেট প্র্যাকটিস করছেন।
প্রশ্ন : ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলতে কী বোঝায়?
উত্তর : ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিইউ ব্লাডারে হতে পারে। এটা যেকোনো টিউবে হতে পারে, ট্র্যাক্টে যে দুটো নল নেমে এসেছে, ব্লাডারে যোগ করল, সেখানে হতে পারে। বাংলাতে যাকে মূত্রতন্ত্র বলি, সেটি ইংরেজিতে ইউরিনারি ট্র্যাক্ট। এর যেকোনো জায়গায় হতে পারে। তবে বেশিরভাগ দেখা যায়, সিস্টাইটিস যেটি আর একটি নাম, সিস্টাইটিস যেটি ব্লাডারে হয়, অনেক সময় তাও হয়। এটা খুবই প্রচলিত। এটি বয়ঃসন্ধিদের হতে পারে, যেকোনো নারীর হতে পারে এবং ছেলেদেরও হতে পারে। তবে ছেলেদের তুলনায় মেয়েদের সমস্যাটি বেশি হয়।