ইউটিআই বারবার হওয়ার কারণ কী?
মূত্রতন্ত্রের সংক্রমণকে সাধারণত ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলা হয়। এটি অনেক সময় বারবার হতে দেখা যায়। এর কারণ কী?
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩০০৭তম পর্বে কথা বলেছেন ডা. কমল কলি হোসেন। বর্তমানে তিনি ক্যালিফোর্নিয়ার ইনল্যান্ড এম্পায়ারে প্রাইভেট প্র্যাকটিস করছেন।
প্রশ্ন : অনেক ক্ষেত্রে দেখা যায় ইউটিআই বারবার হচ্ছে। এর কারণ কী?
উত্তর : সঠিক অ্যান্টিবায়োটিক না পড়ার কারণে এটি হতে পারে। এটি এক নম্বর। আর দ্বিতীয় নম্বর হলো, রোগী হয়তো ঠিকমতো ওষুধ খাচ্ছে না। এর কারণে এটি হয়। সে ক্ষেত্রে আমরা কালচারটা করি। কালচার করলে বোঝা যায় সঠিক অ্যান্টিবায়োটিক পড়ছে কি না। তখন আমরা অ্যান্টিবায়োটিক পরিবর্তন করতে বলি।
আরেকটি যেটি রয়েছে, ছয় মাস বা বছরে দুবারই হলো, সেটা হয় রিফ্লাক্সের জন্য। এটি রিফ্লাক্সের জন্য হয়। সেটি আরেকটি কারণ। ব্যাকটেরিয়া নয়। ব্যাক ফ্লো করে যায়। ঠিকমতো প্রস্রাবের প্রবাহ হয় না।
প্রশ্ন : এটি কেন হচ্ছে?
উত্তর : এই কারণ আবার চলে যাচ্ছে ইউরোলজি বিভাগে। তাদের কাছে আমরা রেফার করে দিই। ঠিক মতো যে প্রবাহ হচ্ছে না, সেটি তখন ঠিক করা হয়।