সোরিয়াসিস প্রতিরোধে করণীয়
সোরিয়াসিস ত্বকের একটি জটিল সমস্যা। এই রোগে ত্বক মাছের আঁশের মতো খসখসে হয়ে পড়ে। শীতকালে এই রোগ বেশি বাড়ে।
এই রোগ প্রতিরোধে করণীয় বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩০০৮তম পর্বে কথা বলেছেন ডা. মো. আবুল ওয়াহাব। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চর্ম ও যৌন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : সোরিয়াসিস শীতকালে বেড়ে যায়। বেড়ে গেলে কী করবে? আর যাতে না বাড়ে সে জন্য করণীয় কী?
উত্তর : বেশি গোসল, সাবান থেকে বিরত থাকতে হবে। তৈলাক্ত জিনিস আমরা ঘন ঘন ব্যবহার করব। নারকেল তেল, অলিভ অয়েল বা ভ্যাসলিন ব্যবহার করতে পারেন। এগুলো ব্যবহার করলে এই রোগ খুব একটা বাড়বে না।
আর আরেকটি হলো উলেন ইরিটেশন। উলের কাপড় তো শীতকালে পরতেই হবে। সে ক্ষেত্রে নিচে হয়তো একটা সুতি কাপড় পরলাম। তার ওপর উলেন কাপড় পরলে অনেক রোগই বাড়বে না।