লেসিক করতে খরচ কেমন?
চোখের দৃষ্টিশক্তি ঠিক করতে লেসিক করা হয়। সাধারণত ৪০ থেকে ৯০ হাজার টাকার মধ্যে এটি করা যায়।
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩০১১তম পর্বে কথা বলেছেন বাংলাদেশ আই হসপিটালস ও ইনস্টিটিউটের পরিচালক ও অধ্যাপক ডা. জালাল আহমেদ।
প্রশ্ন : বাংলাদেশের প্রেক্ষাপটে বেসরকারি পর্যায়ে লেসিকের খরচ কেমন?
উত্তর : এটা সেন্টার থেকে সেন্টার নির্ভর করে। লেসিকের আগে যে পরীক্ষা করতে হয়, সেগুলো সাধারণত পাঁচ হাজার টাকার ভেতরে। আর দুই ধরনের লেসিক রয়েছে। একটি মাইক্রোকেরাটমসহ লেসিক, সেটি ৫০ হাজার টাকার মধ্যে হয়। আরেকটি ফিমট্রোলেজার ফ্লাপ দিয়ে লেসিক, সেটা প্রায় ৯০ হাজার টাকার মতো লাগে। লেসিক একই দুটোর। তবে তফাৎটা হলো শুধু ফ্লাপ তৈরি। কিন্তু মণির ওপরের একটি পর্দা শুধু উঠিয়ে ফেলতে হয়। উঠিয়ে ফেলে এর মধ্যে রে দিতে হয়। এখন নতুন ফিমটোলেজার রয়েছে, সেটি দিয়ে আরেকটা করা হয়। এর খরচ একটু বেশি পড়ে। সেটা প্রায় ৯০ হাজার টাকা। সেন্টার থেকে সেন্টার নির্ভর করে।