গর্ভাবস্থায় সাধারণত যেসব সমস্যা হয়
গর্ভাবস্থায় একজন মায়ের নানা ধরনের শারীরিক জটিলতা হয়। গর্ভাবস্থার বিভিন্ন সমস্যার বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩০১৫তম পর্বে কথা বলেছেন ডা. শামিমা নার্গিস নিলা ।
বর্তমানে তিনি বাংলাদেশে স্পেশালাইজড হাসপাতালের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : গর্ভাবস্থায় সাধারণত কী ধরনের সমস্যা হয়?
উত্তর : খুব প্রচলিত যে সমস্যাটি হয়, সেটি হলো রুচি চলে যায়। খেতে পারে না তারা। এরপর বমির সমস্যা হয়। কারো দিনে চার থেকে পাঁচবার বমি হচ্ছে, সেটা নেওয়া যায়।
তবে কারো হয়তো ১০ থেকে ১২ বার বমি হচ্ছে, এরপরও যদি তারা চিকিৎসকের কাছে না আসে, তাহলে শকে চলে যেতে পারে। পাঁচ/ছয়বার হলে না এলেও চলে, তবে অতিরিক্ত বমি হলে, সঙ্গে সঙ্গে চলে আসবেন। অনেকের খুব বুক ধড়ফড় করে। বুক ধড়ফড় করা একটি নির্দিষ্ট মাপ পর্যন্ত স্বাভাবিক। গর্ভাবস্থায় এটা হবেই। এতে ভয়েরও কিছু নেই। রোগী এলে আমরা তাদের আশ্বস্ত করতে পারি। প্রথম তিন মাসে এটি হয়। তিন মাসের পরে মাঝে যেটি হয়, ওই সময় রোগীদের প্রেশার কমে যায়। যাকে আমরা বলি হাইপোটেনশন। এটাও গর্ভাবস্থায় স্বাভাবিক। স্বাভাবিক একজন মানুষের রক্তচাপ কমে গেলে আমরা যেমন ভয় পাব, গর্ভাবস্থার মাঝামাঝি সময় এটা হলে ভয়ের কিছু নেই। গর্ভাবস্থার মাঝামাঝি সময় রোগীদের খুব দুর্বল লাগে। আবার যেটা বললাম বুক ধড়ফড় করা, এগুলো সব গর্ভাবস্থার সঙ্গে স্বাভাবিক লক্ষণ।
আর শেষের দিকে মায়েরা যেই বিষয়টি নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আসেন, বাচ্চা হওয়ার আগের মাসে রোগীরা যে সমস্যা নিয়ে আসে যে বাচ্চার নড়াচড়া কম মনে হচ্ছে। এটা তেমন ভয়ের কিছু না। আমরা বলি আপনারা গুনবেন। ১০ থেকে ১২ বার যদি নড়ে, ১২ ঘণ্টার মধ্যে, তাহলে ভয়ের কিছু নেই। এইগুলো নিয়ে রোগীরা খুব বেশি আমাদের কাছে আসে, তাদের ভয়ের কারণ নিয়ে। আমি বলব, কেবল সমস্যা হলে নয়, নিয়মিত একটি চেকআপে তারা আসবে।