গর্ভাবস্থার জরুরি পরীক্ষাগুলো কী?
গর্ভাবস্থায় নিয়মিত চেকআপ খুব গুরুত্বপূর্ণ। এ সময় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে গর্ভস্থ শিশু ও মায়ের অবস্থা বোঝা হয়।
গর্ভাবস্থায় কী ধরনের পরীক্ষা হয়, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩০১৫তম পর্বে কথা বলেছেন ডা. শামিমা নার্গিস নিলা। বর্তমানে তিনি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : গর্ভবতী নারী আপনাদের কাছে এলে আপনারা কী দেখেন?
উত্তর : প্রথমেই যখন আসে, আমরা তাদের ইতিহাস নিই। খুবই গুরুত্বপূর্ণ এটি। বিশেষ করে তাদের আগের গর্ভাবস্থার ইতিহাসটা কী, সেটি জানি। আগের গর্ভাবস্থায় তার কোনো জটিলতা রয়েছে কি না, কোনো বাচ্চা তার নষ্ট হয়েছে কি না, আগের বাচ্চার প্রসবটা কেমন ছিল—এগুলো জানি। সেটি খুব গুরুত্বপূর্ণ। এরপর তার ঋতুস্রাব চক্রের ইতিহাসটা খুব গুরুত্বপূর্ণ। কবে তার শেষ ঋতুস্রাব হয়েছে, এটি দিয়ে আমরা সন্তান জন্মের একটি দিন ঠিক করি। প্রথম ট্রাইমিস্টারে আসলে আমরা এই ইতিহাসটা খুব নিই। আমাদের দেশের মানুষ তো অত সচেতন নয়, বেশিরভাগ মানুষই বলতে পারে না। এতে আমরা তারিখ ঠিক করতে পারি না। এতে অনেক সমস্যা তৈরি হয়।
কিছু পরীক্ষা করি আমরা তার। এতে বুঝতে পারি, তার রক্তস্বল্পতা রয়েছে কি না। অন্যান্য সমস্যা রয়েছে কি না। এ ছাড়া আমরা কিছু পরীক্ষা-নিরীক্ষা করি। তার ব্লাড গ্রুপিংটা কী? তার হিমোগ্লোবিনের অবস্থা কেমন? তার ডায়াবেটিস আছে কি না বা ডায়াবেটিস হওয়ার প্রবণতা রয়েছে কি না? এই পরীক্ষাগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এগুলো দেখা হয়। এরপর যদি সব তার স্বাভাবিক থাকে, তাকে আমরা নিয়মিত চেকআপে আসতে বলি। এর সঙ্গে আলট্রাসনোগ্রামও করা হয়।