কাশির সঙ্গে রক্ত যাওয়া মানেই কি যক্ষ্মা?
কাশির সঙ্গে রক্ত যাওয়া যক্ষ্মার একটি লক্ষণ। তবে কেবল যক্ষ্মা হলেই কি কাশির সঙ্গে রক্ত যায়?
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩০১৮তম পর্বে কথা বলেছেন ডা. ইকবাল হাসান মাহমুদ। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালের বক্ষব্যাধি বিভাগের জ্যেষ্ঠ পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : অনেকে ভাবেন, যক্ষ্মা হলেই কেবল কাশির সঙ্গে রক্ত যায়। আসলে কাশির সঙ্গে কী কী কারণে রক্ত যেতে পারে?
উত্তর : আসলে এটা খুব প্রচলিত একটি প্রশ্ন। অনেক রোগী আমাদের কাছে এসে বলে, ‘কাশির সঙ্গে রক্ত গিয়েছে, আমার বোধ হয় যক্ষ্মা হয়ে গিয়েছে।’ আসলে অনেক অনেক কারণে কাশির সঙ্গে রক্ত যেতে পারে। তার মধ্যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যক্ষ্মা একটি প্রধানতম কারণ। যক্ষ্মা হলে কাশির সঙ্গে রক্ত যেতে পারে, নাও যেতে পারে। দেখা যাচ্ছে ফুসফুসের খুব খারাপ অবস্থা, তবে কাশির সঙ্গে রক্ত যাচ্ছে না। রক্ত যেতেও পারে। নাও যেতে পারে। ব্রঙ্কেকটিসিস বলে একটি রোগ রয়েছে, যেখানে উপস্থাপনটাই হচ্ছে কাশির সঙ্গে রক্ত যাওয়া। এ ধরনের রোগীরা কাশির সঙ্গে রক্ত যাওয়া নিয়ে আমাদের কাছে আসে। আমরা অনেক সময় দেখি কাশির সঙ্গে রক্ত গিয়েছে, হাতুরে ডাক্তার দেখিয়ে মাসের পর মাস যক্ষ্মার ওষুধ খাচ্ছে। তবে কোনো লাভ হয়নি।
তবে দেখলেই দেখা যায় একটি ব্রঙ্কেকটেসিসের রোগী। এখন প্রশ্ন করতে পারেন এটি কেন হয়? ছোটবেলায় অনেকেরই হাম বা লুনতি হয়। এরপর চিকেন পক্স হতে পারে।
হুপিং কাশি হতে পারে। প্রাইমারি টিউবার কলোসিস থাকতে পারে। এ সময় অ্যালোপেথি ওষুধ না খাইয়ে অন্য কোনো ওষুধ খাওয়ানো হয়, তাহলে সমস্যা হতে পারে। আবার গ্রামে একটি প্রবণতা রয়েছে, রোগীকে এই সময় ঠান্ডায় রাখার। তখন নিউমোনিয়া হয়ে যায়। নিউমোনিয়া থাকতে থাকতে শ্বাসনালিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। নষ্ট হয়ে গিয়ে ভবিষ্যতে ১৬ বছর বা আরো পরে দৃশ্যমান হচ্ছে। কাশির সঙ্গে রক্ত যাচ্ছে। বড় কারণ হলো ব্রঙ্কেকটিসিস ও ফুসফুসে যক্ষ্মা। যক্ষ্মা শরীরের যেকোনো জায়গায় হতে পারে। ফুসফুসের যক্ষ্মায় কাশির সঙ্গে রক্ত যেতে পারে। রক্ত যাওয়ার আরো কারণ রয়েছে। তবে যক্ষ্মা হলেও রক্ত যেতে পারে।
আরেকটি বিষয় হলো ফুসফুসের ক্যানসার। ফুসফুসের ক্যানসার হলে কিন্তু রক্ত যায়। তবে সব সময় রক্ত যায় না। রক্ত যদি যায়, তাহলে ছিঁড়ে ছিঁড়ে রক্ত যায়। দেখবেন কফ বেরিয়েছে, তবে কফের চারদিকে রক্তের আভাস দেখা যাচ্ছে। তবে যক্ষ্মা যদি হয় গলগলিয়ে রক্ত যেতে পারে। ব্রঙ্কেকটোসিস রোগী যখন আসে, গলগলিয়ে রক্ত যেতে পারে। আমার চেম্বারে অনেক সময় পলিথিনের ব্যাগ ভরে রোগীরা রক্ত নিয়ে আসে। তবে ফুসফুসের ক্যানসারের রোগীগুলোর কিন্তু এত রক্ত যায় না। আবার হৃদরোগ কিছু রয়েছে, যেখানে রক্ত যেতে পারে। এ রকম অনেক অনেক কারণে রক্ত যেতে পারে।