যক্ষ্মার লক্ষণ কী?
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/03/05/photo-1520244533.jpg)
যক্ষ্মা প্রচলিত একটি ব্যাধি। যক্ষ্মার লক্ষণের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩০১৮তম পর্বে কথা বলেছেন ডা. ইকবাল হাসান মাহমুদ।
বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালের বক্ষব্যাধি বিভাগের জ্যেষ্ঠ পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : যক্ষ্মার লক্ষণ কী?
উত্তর : যক্ষ্মা হলে একেবারে চোখে আঙুল দিয়ে দেখানোর মতো কোনো লক্ষণ থাকে না। কারণ, অনেক ধরনের বক্ষব্যাধিতে একই রকম লক্ষণ নিয়ে রোগীরা আমাদের কাছে আসে। বলা হয়, যক্ষ্মা হলে রাতে জ্বর হয়। তবে আমার অভিজ্ঞতায় দেখেছি, সব ধরনের জ্বর নিয়ে রোগীরা আমাদের কাছে আসে। ১০৩/১০৪ জ্বর নিয়ে যক্ষ্মা রোগীরা আমাদের কাছে আসে। কাশি থাকছে। কাশি তো সব বক্ষ রোগীরই থাকতে পারে। এরপর ওজন কমে যাওয়া, ক্ষুধামান্দ্য থাকে। একজন রোগীর যদি দুই সপ্তাহ বা তিন সপ্তাহ থেকে কাশি চলে, অ্যান্টিবায়োটিক খায়, তাও তার কাশি ভালো না হয়, জ্বর ভালো না হয়, তাহলে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এক্স-রে করলে বা কফ পরীক্ষা করলে দেখা যায় তার যক্ষ্মা হয়ে গেছে। এগুলো হলো প্রচলিত রোগ। তবে চোখে আঙুল দিয়ে দেখানোর মতো লক্ষণ নাও পড়তে পারে।
ফুসফুসে তো একটি বড় অংশই নষ্ট হয়ে গেছে যক্ষ্মা হয়ে, তার তো শ্বাসকষ্ট থাকবে। এখন শ্বাসকষ্ট হয়েছে বলে যদি আপনি বলেন, হাঁপানি হয়েছে, তাহলে তো হবে না। এসব বিষয় খেয়াল রাখতে হবে।