ড্রেইনে ফেলবেন না যে চার জিনিস
আমরা সাধারণত ড্রেইনে কোনো ময়লা বস্তু ফেলার সময় একবারও ভাবি না কী ফেলছি। তবে আপনি কি জানেন কিছু জিনিস ড্রেইনে ফেলতে নেই? এতে ড্রেইন আরো বেশি বদ্ধ হয়ে যায়, অন্যান্য ময়লা প্রবাহিত হতে অসুবিধা হয়।
ড্রেইনে ফেলা ঠিক নয় এমন কিছু জিনিসের নাম জানিয়েছে ব্রাইটসাইড।
১. ভাত ও পাস্তা
ভাত ও পাস্তা অনেক বেশি পানি শোষণ করতে পারে। তাই ড্রেইনে ফেলার পর এগুলো আগের তুলনায় আরো বেশি বড় হয়ে যায়। এই পানি যেতে অনেকটা সময় লাগে। এতে ড্রেইন আটকে যায়।
২. ডিমের খোসা
সাধারণত মানুষ ভাবে ডিমের খোসা ক্ষুদ্র জিনিস। ডিমের খোসা ড্রেইনে গিয়ে চলাচলের পথকে বন্ধ করে দেয়।
৩. আটা
আটা ও পানি ড্রেইনে গিয়ে গ্লুো বা আঠালো পদার্থ তৈরি করে। এগুলো অন্য ময়লা পদার্থগুলোকে আকৃষ্ট করে। এতে ড্রেইন আরো বদ্ধ হয়ে যায়।
৪. চুল
চুল কখনো ড্রেইনি ফেলতে নেই। বিশেষ করে বড় চুল। এটি ড্রেইনকে বদ্ধ করে দেয়।