জয়েন্টের যেসব সমস্যায় আর্থোস্কোপির ব্যবহার হয়
আর্থোস্কোপি একটি আধুনিক চিকিৎসাপদ্ধতি। জয়েন্টের সমস্যার সমাধানে এটি ব্যবহার করা হয়।
জয়েন্টের সমস্যায় আর্থোস্কোপির ব্যবহারের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩০২০তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. পারভেজ আহসান। বর্তমানে তিনি ইবনে সিনা মেডিকেল কলেজে অর্থোপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : জয়েন্টে নানা রকম সমস্যা হয়। সে সমস্যার জন্য, কখনো কখনো জয়েন্টের ভেতরের অবস্থা দেখার জন্য বা রোগ নির্ণয়ের জন্য আপনারা আর্থোস্কোপির ব্যবহার করেন। আবার কখনো কখনো জয়েন্টের ভেতরের চিকিৎসার জন্যও আর্থোস্কোপির ব্যবহার করেন। জয়েন্টের কী কী সমস্যার ক্ষেত্রে আর্থোস্কোপির ব্যবহার রয়েছে?
উত্তর : আপনি প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। দুটো অংশ। একটি হলো রোগ নির্ণয়ের অংশ। আর দ্বিতীয়টা হলো, জয়েন্টের ভেতর যদি কোনো প্যাথলজি বা রোগ হয়, সেই রোগের চিকিৎসা করা। একটি হলো রোগ নির্ণয়। আরেকটি হলো চিকিৎসা। এক্স-রে অথবা এমআরই করেও যখন আমরা হাঁটুর ভেতরের অসুখ বুঝতে পারি না, তখন আমরা ডায়াগনস্টিক আর্থোস্কোপি করি।
দ্বিতীয়ত হলো চিকিৎসা। বেশিরভাগ সময় হাঁটুর যে রোগে আর্থোস্কোপি করা হয়, সেটি হলো লিগামেন্ট ইনজুরি। লিগামেন্ট ছিঁড়ে গেলে এর চিকিৎসা করি। অথবা অনেক সময় আমাদের যে বাটিটা প্যাটেলা, সেটি যদি ছিঁড়ে যায়, সেটিও আর্থোস্কোপিক্যালই আমরা চিকিৎসা করি। দেখা যায় জন্মগতভাবে অনেকের প্যাটেলা ছুটে যায়। আবার দাঁড়ালে ঠিক হয়ে যায়। এই যে অসুখগুলো রয়েছে, এগুলো আর্থোস্কোপিক্যালিই চিকিৎসা করা যায়।