হাঁটুতে আর্থোস্কোপিক সার্জারি যেভাবে করা হয়
আর্থোস্কোপি একটি আধুনিক চিকিৎসাপদ্ধতি। এ পদ্ধতিতে রোগ নির্ণয় ও চিকিৎসা করা হয়। সাধারণত জয়েন্টের বিভিন্ন সমস্যায় এই চিকিৎসা করা হয়। হাঁটুর জয়েন্টে এই চিকিৎসা করা হয়।
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩০২০তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. পারভেজ আহসান। বর্তমানে তিনি ইবনে সিনা মেডিকেল কলেজে অর্থোপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : হাঁটুর আর্থোস্কোপিতে কী করে থাকেন? বিষয়টা কী?
উত্তর : বিষয় হলো আগে যে সার্জিক্যাল কালচার ছিল, সেটি হলো যেকোনো জিনিস খোলা বা বড় করে কাটা। এরপর আধুনিক যে সার্জারিটা এসেছে, কালচার করার, সেটি হলো মিনিমাম ইনভেসিভ সার্জারি। হাঁটুর ভেতর কোথাও ছিঁড়ে গেলে বা কোনো রোগ হলে, একে আমরা ছোট্ট করে কেটে, ক্যামেরা এবং একটি যন্ত্র দিয়ে চিকিৎসা করতে পারি।
প্রশ্ন : এটি করার সময় কি মনিটরে আপনারা দেখতে পান?
উত্তর : জি, আমরা দেখতে পারি। সঠিক জায়গায় আমার লিগামেন্টটা, পজিশনটা থাকল কি না, সেটি দেখি। অথবা ছিঁড়ে যাওয়া অংশটি বের করে নিয়ে আসতে পারছি কি না, সেটি দেখছি।