আর্থোস্কোপির কত দিন পর স্বাভাবিক কাজে ফেরা যায়?
জয়েন্টের রোগ নির্ণয় ও চিকিৎসার আধুনিক পদ্ধতি আর্থোস্কোপি। সাধারণত আর্থোস্কোপি করার পর দু-তিন দিন পর রোগী হাসপাতাল থেকে বাড়ি ফিরে আসতে পারে। আর দুই সপ্তাহ পর সম্পূর্ণ সুস্থ হয়ে কাজে ফিরতে পারে।
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩০২০তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. পারভেজ আহসান।
বর্তমানে তিনি ইবনে সিনা মেডিকেল কলেজে অর্থোপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : এ ধরনের রোগীকে কত দিন বিশ্রামে থাকতে হয়। স্বাভাবিক কাজে ফিরে যেতে পারে কত দিন পর?
উত্তর : অফিসে যাওয়া আমরা একটু প্রতিরোধ করি। কারণ, এখানে অস্ত্রোপচারের একটি ব্যাপার রয়েছে। সে জন্য কিছুদিন বাসায় রাখি। তবে দুই সপ্তাহ পর তাকে কর্মস্থলে ফিরিয়ে আনার ব্যবস্থা করি। কিন্তু একটি বিষয় আমরা পরামর্শ দিই যে তার ফিজিওথেরাপিটা বা ব্যায়ামটা ঠিকমতো করতে হবে। আমরা এই অস্ত্রোপচার করি ইয়ং এডাল্টদের। তাদের পেশিশক্তিকে বাড়ানোর জন্য রিহ্যাবিলেশন প্রোগ্রামে যাওয়ার জন্য বলি। নড়াচড়া যেন ঠিকমতো করতে পারে, সে বিষয়ে আমরা তদারকি করি।