চোখে অঞ্জনি হলে করণীয়
অঞ্জনি হলো চোখের পাতায় অবস্থিত জেইস গ্রন্থি নামক গ্রন্থির প্রদাহ। এটি সাধারণত চোখের উপরের পাতায় হয়।
উপসর্গ
• চোখের পাতা ভারী ভারী লাগে। আক্রান্ত স্থান লাল হয়ে ওঠে, ফুলে যায় এবং শক্ত হয়ে পড়ে।
• পুঁজ জমার কারণে আক্রান্ত জায়গায় টিস্ টিসে ব্যথা হয়।
• আক্রান্ত স্থানের তাপমাত্রা কিছুটা বেড়ে যায় এবং চুলকায়।
কী করবেন?
• তুলো অথবা নরম কাপড় বোরিক পাউডার মিশানো কুসুম গরম পানিতে ভিজিয়ে তা চোখে লাগিয়ে ভাপ দিতে পারেন। তবে এর আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন।
• ব্যথার জন্য প্যারাসিটামল জাতীয় ওষুধ যেমন প্যারাডল টেবলেট একটি করে দিনে তিনবার খেতে পারেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।
• উপরের ব্যবস্থামতো চার/পাঁচদিনে অঞ্জনি ভালো না হলে বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
• মাথায় খুশকি থাকলে তার চিকিৎসাও করাতে হবে।
কী করবেন না
• চোখের পাতা অযথা ঘসবেন না।
• নিজে নিজে সুঁচ দিয়ে অঞ্জনি গলাবার চেষ্টা করবেন না।
লেখক : সহযোগী অধ্যাপক, হলিফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ