নাক-কান-গলার ক্যানসার বাড়ছে কেন?
নাক-কান-গলার ক্যানসার দিন দিন বাড়ছে। এর কারণ কী, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩০২৫তম পর্বে কথা বলেছেন ডা. কামরুল হাসান তরফদার।
বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নাক-কান-গলা বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান হিসেবে কর্মরত।
প্রশ্ন : নাক-কান-গলার ক্যানসার বাড়ছে। এর কারণ কী? কোন কোন ক্যানসার এর মধ্যে পড়ে?
উত্তর : মূলত দেহের সম্পূর্ণ ক্যানসারের ৩০ ভাগ হয় নাক-কান-গলায়। নাক-কান-গলা তো বিশাল জায়গা। যদি গলা বলেন, থাইরয়েড বড় ক্যানসার। যদি শ্বাসনালি বলেন, লেরিনজেল ক্যানসার।
আর যদি মুখের ভেতর বলেন দাঁত, ঠোঁট, জিহ্বা, গাল, মাড়ি, জিহ্বার পেছন দিক, টনসিল, ওরোফেরিং এগুলো সবকিছু এর সঙ্গে জড়িত। নাকে যদি বলেন নাক, সাইনাস এবং ভেন পর্যন্ত ক্যানসার ছড়িয়ে রয়েছে।
নাক-কান-গলার ক্যানসারের একটি গুরুত্বপূর্ণ কারণ পরিবেশ। কারণ, আমাদের দেশে দূষণ খুব বাড়ছে। এটি কেবল নিশ্বাসের নয়, খাওয়ার দূষণ। এগুলো খুব গুরুত্বপূর্ণ। থাইরয়েড ক্যানসার রয়েছে। আমরা কিছুদিন আগেই দেখছিলাম, বাইরে আমদানীকৃত দুধে সিসা পাওয়া গেছে।
যারা ধূমপান করছে, আর যারা পাশে বসে আছে, দুটো দলই ক্ষতিগ্রস্ত হচ্ছে। কেবল ধূমপান নয়। পান, সাদা, খৈইনি, সুপারি, এগুলো সব ক্যানসারের জন্য দায়ী। আর কিছু ব্লাড গ্রুপিং রয়েছে। কিছু জিনগত বিষয় রয়েছে। এসব কারণে এ ধরনের ক্যানসার বাড়ছে।
প্রশ্ন : এ অঞ্চলে সবচেয়ে প্রচলিত কোন ক্যানসার?
উত্তর : আমরা তো ৫০ ভাগ বলি থাইরয়েড। থাইরয়েড ক্যানসারে গলার নডিউল নিয়ে আসে।