নাক-কান-গলার ক্যানসার প্রতিরোধে করণীয়
নাক-কান-গলার ক্যানসার বর্তমানে বাড়ছে। যত্রতত্র ধূমপান করা; জর্দা, গুল, সাদা পাতা গ্রহণ, পরিবেশদূষণ ইত্যাদি নাক-কান-গলার ক্যানসারের জন্য দায়ী।
নাক-কান-গলার ক্যানসার প্রতিরোধে করণীয় বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩০২৫তম পর্বে কথা বলেছেন ডা. কামরুল হাসান তরফদার। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নাক-কান-গলা বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান হিসেবে কর্মরত।
প্রশ্ন : প্রতিরোধ কীভাবে করা যায়?
উত্তর : জনসমক্ষে ধূমপান না করার বিষয়টি আরো জোরালোভাবে নিতে হবে। মিডিয়ায় সিগারেটের বিজ্ঞাপনগুলোকে আমরা দেখাব না। ধূমপান মৃত্যুর কারণ—এটি আরো ভালোভাবে সামনে আনতে হবে।
দেখা যায়, পান-জর্দা বিয়েতে দেওয়া হচ্ছে। কেউ জানে না, এগুলো ক্ষতিকর। এগুলো খাওয়া এড়িয়ে যেতে হবে। ভেজালমুক্ত শাকসবজি, ফলমূল এগুলো যদি খাওয়া যায়, মানুষের রোগ বাড়বে না।
এসব বিষয়ে খেয়াল রাখলে নাক-কান-গলার ক্যানসার অনেকটাই প্রতিরোধ করা যায়। এসব ক্ষতিকর অভ্যাস থেকে দূরে থাকতে হবে।