থাইরয়েড ক্যানসারের লক্ষণ কী?

থাইরয়েড ক্যানসার বেশ প্রচলিত। এই ক্যানসারের লক্ষণের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩০২৫তম পর্বে কথা বলেছেন ডা. কামরুল হাসান তরফদার।
বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নাক-কান-গলা বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান হিসেবে কর্মরত।
প্রশ্ন : থাইরয়েড ক্যানসারের উপসর্গগুলো কীভাবে আসে?
উত্তর : জিহ্বা ব্যথা পাচ্ছে, নড়াচড়া করতে অসুবিধা হচ্ছে অথবা গলায় একটি গুটি নিয়ে এসেছে। আমরা বলি, চল্লিশের ওপর কোনো লোকের যদি এক মাসের ওপর কোনো গুটি থাকে, তাহলে তার দেখা উচিত এটি কেন হচ্ছে।
কারো যদি স্বরের পরিবর্তন হয়, যদি উনি শিক্ষক, শিল্পী কিছুই না হন, যদি সমস্যা দিন দিন বাড়তে থাকে, ওনার কোনো একটি ক্ষত অনেক দিন ধরে শুকাচ্ছে না—এটা জিহ্বায় হতে পারে, চিকে হতে পারে, তাহলে সতর্কভাবে নিতে হবে। সেটি দেখলে পরে বুঝতে হবে, আসলে আলসারটা কেমন। এটি ম্যালিগনেন্সি হলে বোঝা যায়, এটি কেমন। প্রাথমিক অবস্থায় যদি ক্যানসার ধরা পড়ে, তাহলে রোগী সম্পূর্ণ ভালো হয়ে যাবে। তাই রোগ নির্ণয় আগে করতে হবে। কোনো কিছু লুকানো যাবে না।