ফুসফুসের ক্যানসার কেন হয়?
ফুসফুসের ক্যানসার বেশ প্রচলিত। কিছু বিষয় রয়েছে, যেগুলো ফুসফুসের ক্যানসারের ঝুঁকি বাড়ায়।
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩০২৮তম পর্বে কথা বলেছেন ডা. রফিক আহমেদ। বর্তমানে তিনি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের বক্ষব্যাধি ও মেডিসিন বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : ফুসফুসের ক্যানসারের ঝুঁকি বাড়ার কিছু বিষয় রয়েছে? এগুলো কী?
উত্তর : যেমন ব্রঙ্কোজনিক কারসিনোমা। আসলে ‘ক্যানসার নো অ্যানসার’। ক্যানসারের প্রকৃত কারণ কী, আজও সঠিকভাবে বলা যায় না। এরপরও বেশ কিছু ঝুঁকির বিষয় থাকে। প্রথম যদি বলতে চাই, তাহলে ধূমপান। ধূমপানকে আমরা প্রথম ঝুঁকিপূর্ণ কারণ হিসেবে বলি।
এরপর যারা রিডিয়েশনে কাজ করে, এরপর ধুলার ভেতর থাকে, তাদের এ ধরনের ঝুঁকি বেশি হয়।
প্রশ্ন : ক্যানসারসহ ফুসফুসের বিভিন্ন রোগের ক্ষেত্রে ধূমপানের সম্পর্ক কতখানি?
উত্তর : ধূমপান করলেই ক্যানসার হবে এটি যেমন সত্য নয়, আবার ধূমপান না করলেই ক্যানসার হবে না, এটিও সত্য নয়।
প্রশ্ন : ধূমপানের সঙ্গে ফুসফুসের রোগের সম্পর্ক কতখানি গভীর?
উত্তর : এভাবে তো কেউ গবেষণা করে না। নির্দিষ্টভাবে বলাও যাবে না। তবে আমরা যখন একজন ফুসফুস ক্যানসারের রোগীর ইতিহাস নিতে যাই, এর মধ্যে ১০০ জনই বলে, সে ধূমপান এখনো করছে অথবা আগে করছে, এখন করে না। ধূমপান এই রোগের ফুসফুসের কারণকে বাড়িয়ে দেয়।