গরমে ত্বকের যত্নে করণীয়
গরমে ত্বকে বিভিন্ন সমস্যা হয়। খোসপাঁচড়া, ঘামাচি ইত্যাদি এই সময়ে ত্বকের প্রচলিত সমস্যা। গরমে ত্বকের সমস্যা থেকে রেহাই পেতে পরিষ্কার থাকা জরুরি।
গরমে ত্বকের যত্নে করণীয় বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩০২৭তম পর্বে কথা বলেছেন ডা. মেহরান হোসেন। বর্তমানে তিনি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ, সিটি হাসপাতালের চর্ম ও যৌন বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : গরমে ত্বকের যত্নে কী করতে হবে?
উত্তর : শীতকালে আর্দ্রতা কমে যায়, সে জন্য আমরা ময়েশ্চারাইজার ব্যবহার করতে বলি। গরমের দিনে আসলে বাতাসের আর্দ্রতার পরিমাণ এত থাকে যে ত্বকের যত্ন খুব জরুরি। ত্বকের যত্নের ক্ষেত্রে ত্বক পরিষ্কার রাখতে হবে। যাদের ঘাম বেশি হয়, ঘামাচি হয়, তারা ঘামাচির পাউডার ব্যবহার করবে। যাদের ঘাম অতিরিক্ত হয়, তারা নিয়মিত জামা কাপড় পাল্টাবে। গরমে ত্বকের অসুখ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য পরিষ্কার থাকাটাই সবচেয়ে বড় পরামর্শ। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ত্বকের বিভিন্ন অসুখ থেকে অনেকটাই রেহাই পাওয়া যায়।