গরমে ত্বকের যত্নে নারীদের করণীয়
গরমে ত্বকে বিভিন্ন সমস্যা হয়। আর নারীরা যেহেতু ত্বকে বিভিন্ন প্রসাধনী ব্যবহার করেন, তাই ত্বকে নানা সমস্যা হওয়ার আশঙ্কা বাড়ে। গরমের সময়ে ত্বক ভালো রাখতে তাই কিছু বাড়তি যত্নের প্রয়োজন।
গরমে ত্বকের যত্নে নারীদের করণীয় বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩০২৭তম পর্বে কথা বলেছেন ডা. মেহরান হোসেন। বর্তমানে তিনি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ, সিটি হাসপাতালের চর্ম ও যৌন বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : গরমে ত্বকের যত্নে নারীদের করণীয় কী?
উত্তর : কসমেটিকস যতটুকু সম্ভব কম ব্যবহার করা ভালো। এরপরও বিভিন্ন ক্ষেত্রে করতে হয়। বাসায় এসে সঙ্গে সঙ্গে পরিষ্কার করতে হয়। সবচেয়ে ভালো হয় তুলার মধ্যে অলিভওয়েল দিয়ে মেকআপগুলো পরিষ্কার করে, এরপর ভালো কোনো ফেসওয়াস দিয়ে মুখ ধুয়ে ফেললে। আমার মনে হয় এতে যত্নটা ভালো হয়। ত্বক ভালোভাবে পরিষ্কার রাখা বিভিন্ন সমস্যা এড়াতে সাহায্য করে। তাই ত্বক পরিষ্কার রাখতে হবে।