হঠাৎ পেটে ব্যথা হলে করণীয়
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/03/16/photo-1521179219.jpg)
হঠাৎ পেটে ব্যথা হলে যত দ্রুত সম্ভব রোগীকে হাসপাতালে নিয়ে যান। ছবি : সংগৃহীত
রোগীর নানা কারণে হঠাৎ করে পেটে ব্যথা হতে পারে। অন্ত্র পেঁচিয়ে গেলে কিংবা অন্ত্র ফুটো হলে, পাকস্থলী ফুটো হলে, পেপটিক আলসারের তীব্র সংক্রমণে পেটে ভয়ানক ব্যথা হতে পারে। এ ছাড়া পিত্তথলির প্রদাহ, অগ্ন্যাশয়ের প্রদাহ, অ্যাপেনডিক্সের প্রদাহ কিংবা অ্যাপেনডিক্স ফেটে গেলেও তীব্র ব্যথা হতে পারে।
পেটে হঠাৎ করে ব্যথা হলে কী করণীয়?
• রোগীকে সঙ্গে সঙ্গেই শুইয়ে দেবেন।
• রোগীকে মুখ খুলে শ্বাস নিতে বলবেন।
• রোগীকে মুখে কিছুই খেতে দেবেন না—এমনকি পানিও নয়।
• রোগীর পায়খানা বন্ধ হয়ে গেলে তাকে জেলাপ দিয়ে পায়খানা করানোর চেষ্টা করবেন না।
• যত দ্রুত সম্ভব রোগীকে হাসপাতালে নিয়ে যান।
লেখক : সহযোগী অধ্যাপক, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ।