গরমে ত্বকের সমস্যা হলে চিকিৎসকের কাছে কখন যাবেন?
গরমে ত্বকে বিভিন্ন সমস্যা হয়। খোসপাঁচড়া, ঘামাচি ইত্যাদি এ সময় প্রচলিত সমস্যা। তবে কোন অবস্থায় চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩০২৮তম পর্বে কথা বলেছেন ডা. রফিক আহমেদ।
বর্তমানে তিনি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের বক্ষব্যাধি ও মেডিসিন বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : গরমে ত্বকের সমস্যা হলে কখন চিকিৎসকের কাছে যেতে হবে? কী ধরনের পরামর্শ দিয়ে থাকেন?
উত্তর : আমাদের দেশে সাধারণত যেটি হয়, রোগীরা চর্মরোগ বিশেষজ্ঞের কাছে আসার আগেই নানা রকম মলম ব্যবহার করে থাকে। এগুলোর জন্য অনেক সময় রোগের লক্ষণগুলো পরিবর্তন হয়ে যায়। এরপর আমরা রোগীর ইতিহাস নিই। তার সঙ্গে প্রথমে কথা বলি যে ওষুধের ডোজটা সম্পূর্ণ করতে হবে। যত দিন মলম লাগানোর, তত দিন লাগাতে হবে। প্রয়োজনে খাওয়ার ওষুধ খেতে হবে।
আমরা প্রথমে প্রাথমিকভাবে লাগানোর ওষুধ দিই। আর যদি সেটি তীব্র বা প্রকোট হয়, তাহলে খাওয়ার ওষুধ দিই। মাত্রাভেদে ওষুধ দিই। প্রয়োজনে এক থেকে তিন মাস পর্যন্ত ওষুধ দিই।
প্রশ্ন : গরমে ত্বকের সমস্যার কখন চিকিৎসকের কাছে যেতে হবে?
উত্তর : যেকোনো উপসর্গ যখন রোগী দেখবে বা ছোট বাচ্চা হলে অভিভাবক যখন উপসর্গ দেখবে, তখনই আমার মনে হয় একজন চিকিৎসকের কাছে যাওয়া উচিত।