রোগীকে কতদিন লাইফ সাপোর্টে রাখতে হয়?
যেকোনো রোগের কারণে একজন রোগী যখন নিজে থেকে শ্বাসপ্রশ্বাস নিতে পারে না, তখন তার ভেন্টিলেশনের প্রয়োজন পড়ে। সাধারণত ভ্যান্টিলেশন দেওয়ার এই বিষয়টিকে লাইফ সাপোর্ট বলে।
লাইফ সাপোর্টে একজন রোগীকে কতদিন রাখতে হয়, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩০৩৩তম পর্বে কথা বলেছেন ডা. সিনহা আবুল মনসুর। বর্তমানে তিনি নিউইয়র্কের নাসাউ ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ফ্যাকাল্টি হিসেবে কর্মরত।
প্রশ্ন : কতদিন পর্যন্ত আপনারা রোগীকে লাইফ সাপোর্টে রাখেন?
উত্তর : এটা খুব জটিল একটি প্রশ্ন। প্রথমত, আমরা চেষ্টা করি রোগীর সমস্যা কতটুকু, কী হয়েছে, সেটি জানার। আমরা জানতে চেষ্টা করি, যেই রোগটি হয়েছে সেই রোগের চিকিৎসা রয়েছে কি না। যদি আমরা বুঝি চিকিৎসা পদ্ধতি রয়েছে এবং চিকিৎসা চলছে, তখন আমরা হয়তো একটু বেশি সময় থাকতে বলতে পারি।
আবার অনেক সময় দেখা যায় যেই রোগটি হয়েছে, তার চিকিৎসা তেমন ভালো নেই। তখন বসে আমরা খোলামেলা আলাপ আলোচনা করি। আমরা একটি পরীক্ষা করি, আমরা দেখি রোগীর মস্তিষ্কটা কর্মক্ষম রয়েছে কি না। ক্লিনিক্যালই ব্রেইন ডেথ কি না। যদি ক্লিনিক্যালই ব্রেইন ডেথ হয়, তখন আমাদের সীদ্ধান্তে আসতে হবে। এর মানে রোগীর মস্তিষ্ক থেকে সিগনাল যাচ্ছে না। তার ফুসফুস কাজ করবে, হৃদযন্ত্র কাজ করবে। ওই রোগীর ভবিষৎ হয়তো অতটা উজ্জ্বল নয়। তখন আমরা রোগীর আত্মীয়র সঙ্গে সরাসরি আলাপ করি। আমরা বলি, তার এই অসুবিধা হয়েছে, তার বেঁচে থাকার সম্ভাবনা কম, তখন তারা যেই সীদ্ধান্ত নেয় সেটি করি। তারা যদি সীদ্ধান্ত নেয় ভ্যান্টিলেট খুলে ফেলব, তখন আমরা ভেন্টিলেট খুলে ফেলি। তারা যদি বলে না আমরা আরো কিছুদিন রাখব, আমরা হয়তো নিয়মিত করি।