কফি খেলে কি ব্রণ হয়?
সকালে ঘুম ভেঙ্গে ওঠে এক কাপ কফি পান করতে অনেকেই পছন্দ করেন। অনেকে আবার কেবল সকালে নয়, সারাদিনই কয়েককাপ কফি পান করেন। তবে জানেন কি কফি ব্রণ তৈরিতে কাজ করে?
এই বিষয়ে শিওর সেল মেডিকেল বিডি লি.- এর ডার্মাটোলজিস্ট তাওহীদা রহমান ইরিন বলেন, ‘কফিতে ক্যাফেইন থাকে । এটি ত্বকের পানি ধরে রাখার ক্ষমতা হারায়। এতে ত্বকে পানি শূন্যতা তৈরি হয়। ত্বক আর্দ্রতা হারায়; স্পর্শকাতর ও শুষ্ক হয়ে পড়ে। ব্রণের আশঙ্কা বাড়ে।
আর কফির সঙ্গে দুধ ও চিনি মেশালে আরো খারাপ হয় জানিয়ে তিনি বলেন, ‘কফির মধ্যে চিনি ও দুধ মেশালে এটি টক্সিন হিসেবে কাজ করে। ক্যাফেইন আরো শক্তিশালী হয়ে যায়। এটি ত্বকের ক্ষতি করে। এতে ব্রণের প্রবণতা বাড়ে’।
কফি খেলে স্ট্রেস হরমোন বেড়ে যায় জানিয়ে তিনি বলেন, ‘স্ট্রেস হরমোন ব্রণ তৈরির আশঙ্কা বাড়ায়’।
তাই যাদের ব্রণের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে সতর্ক হয়ে কফি পানের পরামর্শ দেন তিনি।