সেপসিস কী?
সেপসিস সংক্রমণজনিত একটি রোগ। এ রোগ থেকে রোগী শকে গিয়ে জটিল অবস্থা তৈরি হতে পারে।
সেপসিসের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩০৩৬তম পর্বে কথা বলেছেন ডা. তাসবীরুল ইসলাম। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা ইউনিভার্সিটির পালমোনারি অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : সেপসিস কী?
উত্তর : সেপসিস হলো ইনফেকশন সম্পর্কিত বিষয়। এর মানে হচ্ছে, মানুষ যখন অসুস্থ হয়, যেমন তাদের রক্তচাপ কমে যাচ্ছে, হার্ট রেট বেড়ে যাচ্ছে, জ্বর হচ্ছে, শ্বাসের সমস্যা হচ্ছে, আমরা যদি মনে করি এগুলো হচ্ছে সংক্রমণের জন্য, তখনই আমরা বলি সেপসিস। সেপসিস যখন অঙ্গকে যুক্ত করে, যেমন—ফুসফুস অকার্যকর হচ্ছে, ফুসফুসে সমস্যা হচ্ছে, কিডনি অকার্যকর হচ্ছে, হার্ট অকার্যকর হচ্ছে—তখন আমরা বলি জটিল সেপসিস। রোগীর রক্তচাপ যখন বেশ নেমে যায়, আমরা বলি যে শকে চলে গেল, তখন আমরা বলি সেপটিক শক। এটি জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে।