সেপসিসের লক্ষণ কী?
সেপসিস সংক্রমণজনিত একটি রোগ। মানুষ অসুস্থ হলে, যেমন—রক্তচাপ কমে গেলে, হার্ট রেট বেড়ে গেলে, জ্বর হলে, শ্বাসের সমস্যা হলে, যদি মনে করা হয় সংক্রমণের জন্য হচ্ছে, তখন একে সেপসিস বলে।
সেপসিসের লক্ষণের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩০৩৬তম পর্বে কথা বলেছেন ডা. তাসবীরুল ইসলাম। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা ইউনিভার্সিটির পালমোনারি অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : সেপসিসের লক্ষণ কী?
উত্তর : সাধারণ মানুষ যেটি খেয়াল রাখতে পারে, কারো যদি জ্বর আসে, তার সঙ্গে সে মনে করছে তার হার্টটা একটু বিট করছে বেশি, মনে হয় শ্বাসকষ্ট হচ্ছে, সে ক্ষেত্রে তিনি মনে করতে পারেন, তার সেপসিস হচ্ছে। দ্রুত তার চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। ধারের কাছের হাসপাতালে যাওয়া উচিত। তারা কিছু পরীক্ষা করবে। করে বুঝতে পারবে সেপসিস হচ্ছে কি না। সেপসিস এক অর্থে জীবনঘাতী নয়। তবে রোগীর অবস্থা খুব দ্রুত খারাপ হতে পারে। সেপসিস থেকে সিভিয়ার সেপসিস, এর পর দ্রুত শকে চলে যেতে পারে। প্রতিটি মিনিট গণনা হয়। এটি খুব গুরুত্বের সঙ্গে নিতে হয়।