সেপসিস হলে কখন চিকিৎসকের কাছে যাবেন?
মানুষ অসুস্থ হলে, যেমন হার্ট রেট বেড়ে গেলে, রক্তচাপ কমে গেলে, শ্বাসের সমস্যা হলে, জ্বর হলে, যদি মনে করা হয় সংক্রমণের জন্য হচ্ছে, তখন এই সমস্যাকে সেপসিস বলে। সেপসিস মূলত সংক্রমণ জনিত একটি রোগ।
সেপসিস হলে কখন চিকিৎসকের কাছে যেতে হবে, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩০৩৬তম পর্বে কথা বলেছেন ডা. তাসবীরুল ইসলাম। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা ইউনির্ভাসিটির পালমোনারি অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : সেপসিস হলে কখন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়া উচিত?
উত্তর : আমি দুটো ভাগে ফেলতে পারি। একটি হলো খুব তরুণ রোগী, যার কোনো অসুখ নেই, ডায়াবেটিস, রক্তের চাপ, হার্টের সমস্যা কিছু নেই, স্বাস্থ্যবান মানুষ, সে হয়তো জ্বর আসলে মনে করতে পারে ভাইরাল। ঠিক আছে, একটি প্যারাসিটামল খেল, দেখল কী হচ্ছে, হার্ট রেট ঠিক রয়েছে কি না দেখল, বুকে ব্যথা আসছে কি না, পেটে ব্যথা আসছে কি না, প্রস্রাবে জ্বালাপোড়া হচ্ছে কি না, এগুলো খেয়াল রাখলো, যদি দেখে না ভালো তাহলে অপেক্ষা করতে পারে। একদিন/ দুইদিন দেখল কী রকম হয়।
তবে আমি যে আরেকটি দলের রোগীদের বলি, যাদের হার্টের সমস্যা, কিডনির সমস্যা,সিওপিডি বা অ্যাজমা তাদের দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত। তারা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। তাই এড়িয়ে না গিয়ে কাছের কোনো চিকিৎসককে দেখালে উপকার পাবে।