সেপসিসের চিকিৎসা সঠিক সময়ে না হলে জটিলতা কী?
সেপসিস সংক্রমণ জনিত রোগ। এর চিকিৎসা সঠিক সময়ে না হলে বিভিন্ন জটিলতা হতে পারে। এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩০৩৬তম পর্বে কথা বলেছেন ডা. তাসবীরুল ইসলাম।
বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা ইউনির্ভাসিটির পালমোনারি অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত।
প্রশ্ন : সেপসিস হলে সঠিক সময়ে চিকিৎসা না নিলে কী ধরনের জটিলতা হতে পারে?
উত্তর : সেপসিস থেকে ধীরে ধীরে অঙ্গ অকার্যকর হয়ে যায়। হার্ট ফেইলিউর হয়ে যায়, কিডনি অকার্যকর হয়ে যায়। ফুসফুস অকার্যকর হয়ে যাচ্ছে, অচেতন হয়ে যায়, এরপর শকে চলে যায়। শকে চলে গেলে এটি থেকে রোগীকে উঠানো খুব জটিল হয়ে যায়। আমরা যদি আগেভাগে রোগ নির্ণয় করতে পারি, তাহলে ভালো।
যদি কারো জ্বর থাকে, জ্বরের সঙ্গে যদি বুক ধরফর থাকে, শ্বাসকষ্ট থাকে, তার সঙ্গে যদি কফ হয়,কাশি হলুদাভ হয় বা প্রস্রাবে জ্বালাপোড়া বা বুকে ব্যথা বা পেটে ব্যথা হয়, দ্রুত যদি অ্যান্টিবায়োটিক দেয়া যায়, এটি জীবন বাঁচায়। যাদের প্রেশার লো থাকে, তাদের আরেকটি জিনিস দিতে হবে । সেটি হলো ফ্লুইড। সেটিও জীবন বাঁচাবে।