ডায়াবেটিস রোগীর পায়ের যত্নে করণীয়
ডায়াবেটিসের কারণে হাত ও পায়ের রক্তপ্রবাহ কমে যায়। এ কারণে সেসব স্থানের ত্বক পাতলা ও ভঙ্গুর হয়ে যায়। ক্ষত হলে তা শুকাতেও অনেক সময় নেয়। নার্ভ বা স্নায়ুর ক্ষতি হতে পারে। নার্ভের ক্ষতি হলে ব্যথা অনুভবের ক্ষমতা কমে যায়।
কাজেই এ অবস্থায় হাতে-পায়ে কোনো ক্ষত হলে রোগী তা কমই টের পায়। একপর্যায়ে এসব ক্ষত পচে গিয়ে গ্যাংরিনের রূপ নেয়। গ্যাংরিন খুবই মারাত্মক ব্যাপার।
একবার গ্যাংগ্রিন হলে আক্রান্ত অঙ্গে কেটে বাদ দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না। আর সে কারণে ডায়াবেটিস রোগীদের সতর্ক থাকতে হবে, পায়ের কোথাও সামান্য কেটে বা ছিঁড়ে গেলে তা যেন অলক্ষ্যে পড়ে না থাকে। সে ব্যাপারে মনোযোগী হতে হবে। প্রয়োজনে চিকিৎসকের কাছেও যাওয়া উচিত। পায়ে কোনো ক্ষত হলে তা সহজেই রোগীর দৃষ্টি এড়িয়ে যায়।
খালি পায়ে হাঁটবেন না। প্রতিদিন একবার করে খুঁজে দেখুন, পায়ে কোনো ক্ষত রয়েছে কি না। দেখেশুনে পায়ের নখ কাটুন। নখ পরিষ্কার রাখুন। নখ কাটার সময় ত্বকে যেন কোনো ক্ষত না হয়, এমন জুতো পরুন, যেন পায়ে সঠিকভাবে ফিট হয়।
লেখক : সহযোগী অধ্যাপক, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ।