প্রি-একলামসিয়ার লক্ষণ কী?
গর্ভাবস্থায় অনেকের প্রি-একলামসিয়া হয়। এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থা। গর্ভাবস্থার প্রথম দিকে রক্তচাপ যদি ১৪০/৯০ মিলিমিটার অব মার্কারি অথবা এর বেশি হয়, সেই মায়েরা প্রি-একলামসিয়ার মধ্যে পড়ে।
প্রি-একলামসিয়ার লক্ষণের বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩০৩৮তম পর্বে কথা বলেছেন ডা. শামীম নার্গিস নীলা। বর্তমানে তিনি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে গাইনি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : প্রি-একলামসিয়ার জন্য দায়ী কী? প্রি-একলামসিয়া হলে বুঝবেন কীভাবে?
উত্তর : প্রি-একলামসিয়া কাদের হয়, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারো যদি পারিবারিক ইতিহাস থাকে, কারো যদি তার আগের গর্ভাবস্থায় এ ধরনের সমস্যা হয়, তাদের আশঙ্কা বেড়ে যায়। প্রথমবার যাঁরা মা হোন, তাঁদের ক্ষেত্রে এ আশঙ্কা বেশি। খাদ্যাভ্যাসের একটি বিষয় রয়েছে, যারা ভাত খায়, তাদের ক্ষেত্রে প্রি-একলামসিয়া হওয়ার আশঙ্কা বেশি।
আর কিছু লক্ষণ থাকে, যেমন—প্রেশার বাড়াটা তো সে বুঝবে না, সে বুঝবে তার ভীষণ ঘাড়ে ব্যথা হচ্ছে। অনেক সময় দেখা যায় চোখে ঝাপসা দেখে। শরীর, বিশেষ করে পা তাদের অনেক ফুলে যায়। পায়ে পানি আসে। এগুলোর সঙ্গে প্রি-একলামসিয়া খুব গুরুত্বপূর্ণ। এ সমস্যাগুলো হলে তারা সঙ্গে সঙ্গে আমাদের কাছে চলে আসবে। আর একলামসিয়া তো প্রি-একলামসিয়ার একটি জটিলতা। এগুলো যেগুলো বললাম, এগুলো থাকবে। তার সঙ্গে খিঁচুনি শুরু হতে পারে। একে আমরা বলি একলামসিয়া। এটি খুবই বাজে একটি অবস্থা। মা ও শিশু দুজনকেই বাঁচানো খুব কঠিন হয়ে যায়, যদি সঠিক সময়ে তারা আমাদের কাছে না আসে।