গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ হলে কি আর সারে না?
গর্ভাবস্থায় অনেকের উচ্চ রক্তচাপ হয়। আবার গর্ভধারণের আগেও অনেকের উচ্চ রক্তচাপ থাকে, গর্ভাবস্থায় সেটা নিয়মিত হয়। গর্ভাবস্থায় যাঁদের উচ্চ রক্তচাপের সমস্যা হয়, তাঁদের কি পরে সমস্যাটি সেরে যায়? নাকি রয়ে যায়?
এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩০৩৮তম পর্বে কথা বলেছেন ডা. শামীম নার্গিস নীলা। বর্তমানে তিনি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে গাইনি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।
প্রশ্ন : গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ হলে কি সারা জীবনই সমস্যাটি থাকবে, নাকি ভালো হয়ে যাবে?
উত্তর : ভালো হয়ে যায়। প্রসবের পর ছয় সপ্তাহ পর্যন্ত আমরা ফলোআপ করি। বেশিরভাগের ক্ষেত্রে দেখা যায়, ছয় সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায়। তবে ৫০ ভাগের ক্ষেত্রে দেখা যায়, এটি দীর্ঘমেয়াদি উচ্চ রক্তচাপের দিকে চলে যায়। সমস্যাটি থেকে যায়। তবে অর্ধেকেরই সমস্যাটা ভালো হয়ে যায়।